সবুজ উপকূল ২০১৭-এর আয়োজন উপকূলের ২০ স্থানে
- ১১:৫৮
- উপকূল আজ, উপকূল সংবাদ, জাতীয়-উপকূল, সবুজ উপকূল ২০১৭, সর্বশেষ
- ৩২২
ঢাকা: উপকূলের ২০ স্থানে সবুজ উপকূল ২০১৭ কর্মসূচি আয়োজনের প্রস্তুতি চলছে। এসব কর্মসূচিতে অংশ নেবে ১০০ স্কুলের প্রায় ৭০ হাজার শিক্ষার্থী।
স্কুল-ভিত্তিক কর্মসূচির ভেন্যু স্কুলগুলো হচ্ছে: সাতক্ষীরার শ্যামগরের সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, একই উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনিমুখা এম এম মাধ্যমিক বিদ্যালয়, খুলনার পাইকগাছা উপজেলার শহীদ জিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বাগেরহাট সদরের উদ্দীপন বদর-সামছু বিদ্যানিকেতন, একই জেলার শরণখোলা উপজেলার ধানসাগর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুরের মঠবাড়িয়ার হাজীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া মডেল হাইস্কুল, বরগুনার তালতলী উপজেলার লাউপাড়া সাগর সৈকত মা. বিদ্যালয়, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়, একই জেলার রাঙ্গাবালী উপজেলার এ, ছাত্তার খান মাধ্যমিক বিদ্যালয়, ভোলার চরফ্যাসন উপজেলার দক্ষিণ চর আইচা মাধ্যমিক বিদ্যালয়, একই জেলার তজুমদ্দিনের শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়, চাঁদপুরের হাইমচর উপজেলার এম জে এফ বালিকা উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ফলকন উচ্চ বিদ্যালয়, নোয়াখালীর হাতিয়ার ফারুক মেমোরিয়াল হাইস্কুল, একই জেলার সুবর্ণচর উপচেলার চরবাটা খাসেরহাট উচ্চ বিদ্যালয়, ফেনীর সোনাগাজী উপজেলার সোনাপুর হাজী এম এস হক উচ্চ বিদ্যালয়, চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার রহমতপুর উচ্চ বিদ্যালয়, কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম অফসোর হাইস্কুল এবং একই জেলার টেকনাফ উপজেলার সাবরাং উচ্চ বিদ্যালয়।
//প্রতিবেদন/উপকূল বাংলাদেশ/১৭০৭২০১৭//
