কমলনগরের ফলকন উচ্চ বিদ্যালয়ে দেয়াল পত্রিকা বেলাভূমি’র যাত্রা শুরু
- ০২:৪২
- আলোকযাত্রা, উপকূল আজ, উপকূল সংবাদ, কক্সবাজার জেলা, ঘটনাপ্রবাহ, জাতীয়-উপকূল, জীবনধারা, পূর্ব-উপকূল, শিক্ষাদীক্ষা, শীর্ষ সংবাদ
- ৪৪৮
কমলনগর, লক্ষ্মীপুর : চারপাশের জগৎ সম্পর্কে লিখে ১৭ই মে বুধবার উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের কমলনগরের ফলকন উচ্চ বিদ্যালয়ে আলোকযাত্রা দলের সদস্যরা বের করলো উপকূল পড়ুয়াদের জনপ্রিয় দেয়ালপত্রিকা “বেলাভূমি”।
শিক্ষার্থীরা বিদ্যালয়ের আশপাশের নানান তথ্যের প্রতিফলন ঘটিয়েছে লেখালেখির মাধ্যমে। যেখানে সমস্যা আর সম্ভাবনার বাস্তব চিত্র উঠে আসে। চারপাশের অজানা বিষয়গুলো লিখেছে ওরা। আর এর মাধ্যমেই ওরা বেড়ে উঠছে সৃজনশীল হয়ে।
বেলাভূমিতে স্থান পাওয়া বিষয়গুলো হচ্ছে: উপকূলের উন্নয়ন বয়ে আনছে সবুজ উপকূল, ‘মা’ আপন, বাল্যবিবাহে বাঁধাগ্রস্ত শিক্ষা জীবন, ধুমপানে আসক্ত শিশুরা, মেঘনার করাল গ্রাসের শিকার চর জগবন্ধু, মাঠ সংস্কারে উদ্যোগ জরুরী, আমাদের শিক্ষা জীবন, নিরক্ষরতামুক্ত জনপদ চাই, গ্রাম্যজীবনের সুখ-দুঃখ, আমাদের বিদ্যালয় ইত্যাদি। এসব লেখার ভেতর দিয়ে পড়ুয়ারা তাদের মত প্রকাশের সুযোগ পেয়েছে।
এ সম্পর্কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু জাকের বলেন, এক দিনের মধ্যেই আমার শিক্ষার্থীরা একটি দেয়াল পত্রিকা প্রকাশ করেছে। যা নিঃসন্দেহে অনেক বিরাট ব্যাপার। আমি খুব আনন্দিত ওদের প্রতিভা দেখে। বিদ্যালয়ে দেয়াল পত্রিকা প্রকাশে তাদের সবধরণের সহযোগিতা করা হবে।
দেয়ালপত্রিকা প্রকাশে বিশেষ সহযোগিতা করেছেন হৃদয়ে রামগতি ফেসবুক গ্রুপের এডমিন সাইফুল আলম মাসুম, বিদ্যালয়ের শিক্ষক আবদুস সামাদ, আবদুল্লাহ আল নোমান, মোঃ ইব্রাহিম, একুশ শতকের কমলনগর প্রতিনিধি ও আলোকযাত্রা লক্ষ্মীপুর দলের টিমলিডার জুনাইদ আল হাবিব, আলোকযাত্রা হাজিরহাট দলের জাহিদ হাসান তুহিন, ফজলে রাব্বি রবিন, আরিফুল ইসলাম তারেক, মোঃ রাকিব হোসেন, মোঃ সোহাগ হাওলাদার প্রমুখ।
//প্রতিবেদন/১৭০৫২০১৭//
