আলোকযাত্রা দলের উদ্যোগ ও প্রশাসনের হস্তক্ষেপে সুবর্ণচরে বন্ধ হল বাল্যবিয়ে
- ১৮:২৩
- আলোকযাত্রা, উপকূল আজ, উপকূল সংবাদ, ঘটনাপ্রবাহ, নারী ও শিশু, নোয়াখালী জেলা, পূর্ব-উপকূল, শীর্ষ সংবাদ, সর্বশেষ
- ৩০৩
সুবর্ণচর, নোয়াখালী : আলোকযাত্রা সুবর্ণচর দলের উদ্যোগে এবং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল বাল্য বিয়ে। উপজেলা নির্বাহী অফিসার মেয়েটির অভিভাবক ও স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে বিয়ে বন্ধ রাখতে বললে মেয়েটি বেঁচে যায় বাল্য বিয়ের গ্রাস থেকে।
নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরবাটা খাসেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন ছাত্রীর (এখানে নাম উল্লেখ করা হলো না) বাল্যবিয়ের দিনক্ষণ ঠিক হয়েছে জেনে আলোকযাত্রা দলের সদস্যরা এ বিয়ে বন্ধের উদ্যোগ গ্রহন করে। তারা প্রথমে স্থানীয় পর্যায়ে আলোচনা করে ব্যর্থ হলে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানায়। পাশাপাশি তারা নোয়াখালী জেলা প্রশাসককে টেলিফোনে অবহিত করে। প্রশাসন থেকে প্রথমে মেয়েটির অভিভাবক ও সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের কাছে প্রতিনিধি পাঠানো হয়।
পরে সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার হারুনুর রশিদ নিজেই অভিভাবক ও সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকের কাছে গিয়ে এ বিষয়ে খোঁজ নেন এবং মেয়েটির বয়স মাত্র ১৪ বছর হওয়ায় বিয়ে বন্ধ রাখতে বলেন। এরফলে বিয়ে বন্ধ হয়। শুক্রবার (৫ মে) বিয়ের দিনক্ষণ ঠিক ছিল।
//প্রতিবেদন/০৫০৫২০১৭//
