বই দিবসে শ্যামনগরের সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দেয়াল পত্রিকা ‘বেলাভূমি’ প্রকাশ
- ০২:২৮
- উপকূল আজ, উপকূল সংবাদ, জীবনধারা, পশ্চিম-উপকূল, শিক্ষাদীক্ষা, সর্বশেষ, সাতক্ষীরা জেলা
- ৭০২
শ্যামনগর, সাতক্ষীরা : শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন এলাকা মুন্সিগঞ্জে সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক বই দিবসে দেয়াল পত্রিকা ‘বেলাভূমি’র ৬ষ্ঠ সংখ্যা প্রকাশ করা হয়। এ সংখ্যাটির উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জনাব মীনা হাবিবুর রহমান।
বিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিক জনাব রনজিৎ বর্মনের সঞ্চালণায় পত্রিকাটির উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি বাবু সুপদ কুমার বৈদ্য। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিটিএ সভাপতি ও ছাত্রী অভিভাবক আঃ রশিদ গাইন, ছাত্রী অভিভাবক শ্রী মতি উমা রানী মন্ডল। বক্তব্য রাখেন শিক্ষক জিএম মিজানুর রহমান, ১০ম শ্রেণির ছাত্রী শম্পা গায়েন, আমিনা খাতুন, ৯ম শ্রেণির ছাত্রী কৃতিদ্বীপা মন্ডল, সুমাইয়া সুলতানা প্রমুখ।
পত্রিকাটির সম্পাদনা করেছেন ১০ম শ্রেণির ছাত্রী ও স্টুডেন্ট কেবিনেটের প্রধান আমিনা খাতুন। সহযোগি ছিলেন ১০ম, শ্রেণির ছাত্রী হোসনেয়ারা, ভূমিকা বৈদ্য, খাদিজাতুল কোবরা, শরিফা পারভীন, হালিমা খাতুন প্রমুখ।
পত্রিকায় লিখেছেন ১০ম শ্রেণির ছাত্রী ভূমিকা বৈদ্য-কবিতা ময়না পাখি, ৯ম শ্রেণির ছাত্রী সুমাইয়া সুলতানা ছোটগল্প-আমার প্রিয় প্রাণি, ১০ম শ্রেণির ছাত্রী আমিনা খাতুন-কবিতা-জীবনটা কঠিন, শম্পা গাইন-কবিতা-আমাদের গ্রাম, শরিফা খাতুন-প্রবন্ধ-গাছ লাগান পরিবেশ বাঁচান, হালিমা খাতুন-ছোটগল্প-গ্রন্থাগার, হোসনেয়ারা-ছোটগল্প-যেীতুক, ৯ম শ্রেণির ছাত্রী-কৃতিদ্বীপা-কবিতা-মা নেই।
সেকায়েপ–বিশ্বসাহিত্য কেন্দ্রের শ্যামনগর উপজেলার দায়িত্বপ্রাপ্ত প্রোগ্রাম অফিসার কৃষ্ণ কুমার সরকার গত ২৪শে এপ্রিল বিদ্যালয়ের বই পড়া কর্মসূচি পরিদর্শনকালে বলেন, আন্তর্জাতিক বই দিবসে বিদ্যালয় পর্যায়ে শুধুমাত্র সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় উপজেলার মধ্যে দেয়াল পত্রিকা বের করতে সক্ষম হয়েছে। এ জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
//প্রতিবেদন/২৪০৪২০১৭//
