তজুমদ্দিনে চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত
- ০০:০৭
- উপকূল আজ, উপকূল সংবাদ, গণমাধ্যম, ঘটনাপ্রবাহ, জাতীয়-উপকূল, ভোলা জেলা, মধ্য-উপকূল, শীর্ষ সংবাদ, স্মৃতির পাতায়
- ৩০৭
তজুমদ্দিন, ভোলা : তজুমদ্দিনে চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৩১ ডিসেম্বর) তজুমদ্দিন প্রেসক্লাবে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোস্টাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি’র উদ্যোগে তজুমদ্দিন প্রেসক্লাব এ সভার আয়োজন করে। আলোচকেরা মোনাজাতউদ্দিনের জীবন, আদর্শ ও কাজের ধারা নিয়ে আলোচনা করেন।
প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি হেলাল উদ্দিন সুমনের সভাপতিত্বে দোয়া মাহফিল আলোচনা সভায় অংশগ্রহণ করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম, নূরুন্নবী, আজকের পরিবর্তনের প্রতিনিধি প্রভাষক শরীফ আল-আমীন, আজকের বার্তার প্রতিনিধি রফিক সাদী, আজকের ভোলার প্রতিনিধি আবদুল জলিল, মতবাদের প্রতিনিধি তরুণ দাস, ভোরের আলোর প্রতিনিধি মোঃ কামাল, সাংবাদিক হেলাল উদ্দিন লিটন, এম ফরিদ উদ্দিন, মোঃ ফারুক হোসেন প্রমুখ।//প্রতিবেদন/৩১১২২০১৬//
