কাউখালীতে চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনকে স্মরণ
- ০২:২০
- উপকূল আজ, উপকূল সংবাদ, গণমাধ্যম, ঘটনাপ্রবাহ, জাতীয়-উপকূল, পিরোজপুর জেলা, মধ্য-উপকূল, শীর্ষ সংবাদ, স্মৃতির পাতায়
- ৩০৩
কাউখালী, পিরোজপুর : পিরোজপুরের কাউখালীতে গ্রামীণ সাংবাদিকতার পথিকৃত চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের ২১তম মৃত্যুবার্ষিকী স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলা বিআরডিবি হল রুমে কোস্টাল জার্নালিস্ট অব ফোরাম বাংলাদেশ-সিজেএফবি’র উদ্যোগে এবং কাউখালী প্রেসক্লাবে স্মরণসভার আয়োজন করে। স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস, এম আহসান কবীর।
কাউখালী প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহামুদের সভাপতিত্বে বক্তব্য দেন কাউখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ইত্তেফাক সংবাদদাতা রবিউল হাসান রবিন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এনামুল হক, যুগান্তর প্রতিনিধি রতন কুমার দাস, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পিষুয দে, মানবজমিন প্রতিনিধি ছরোয়ার জাহান টিটু প্রমুখ।
সভায় বক্তারা প্রয়াত সাংবাদিক মোনাজাতউদ্দিনের সোনালী সাংবাদিকতা জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। পরে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
//প্রতিবেদন/৩০১২২০১৬//
