রাঙ্গাবালীতে চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিন স্মরণ সভা
- ০২:১৩
- উপকূল আজ, উপকূল সংবাদ, গণমাধ্যম, ঘটনাপ্রবাহ, জাতীয়-উপকূল, পটুয়াখালী জেলা, মধ্য-উপকূল, শীর্ষ সংবাদ, স্মৃতির পাতায়
- ৪০৬
রাঙ্গাবালী, পটুয়াখালী : গত বছরের মত এবারও পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় কোস্টাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি’র উদ্যোগে উপজেলা প্রেসক্লাব কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কামরুল হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন জাহাঙ্গীর আলম, এম সোহেল, খালিদ বিন ওয়ালিদ তালুকদার, শাকিল আহম্মেদ, শুভ শিকদার, আল আমিন, মিজানুর রহমান ও জাহিদ হাসান প্রমুখ।
বক্তারা বলেন, গ্রাম সাংবাদিকতার শিক্ষক মোনাজাতউদ্দিন। তাকে স্বরণীয় করে রাখতে প্রতিবছর এরকম উদ্যোগ নেওয়া প্রয়োজন। সিজেএফবির এমন উদ্যোগকে সকলেই স্বাগত জানায়। পাশাপাশি এই দিনটি পালনের উদ্যোক্তা রফিকুল ইসলাম মন্টুকে সকলেই ধন্যবাদ জানিয়েছেন।
//প্রতিবেদন/৩০১২২০১৬//

রফিকুল ইসলাম মন্টু
উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।পাঠকের মন্তব্য