সংবাদ মিডিয়া || জুনাইদ আল-হাবিব
- ১৯:৫৫
- উপকূল আজ, উপকূল সংবাদ, গণমাধ্যম, সর্বশেষ, সাহিত্য ও সংস্কৃতি
- ৩৬১
জুনাইদ আল-হাবিব
তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে
এগিয়ে বিশ্বের সবাই,
তাছাড়া মোদের জীবনের
চলার কোনো গতি নাই।
পূর্ব-পশ্চিমের আলো
অন্ধকার দূরীভূত যেমনি সত্য,
তেমনি তোমার আগমনে মুছবে সব
কুসংস্কার তাও চির সত্য।
মিডিয়া জাতির কল্যাণ স্বরূপ
মিডিয়ায় মোদের প্রাণ, মিডিয়ার
সংস্পর্শে এলে মোদের
ধন্য চির জীবন ।
প্রতিক্ষনের ঘটনাগুলো
দেখা যায় মিডিয়ার দর্পনে,
কেউবা দেখায় সরাসরি
কেউবা প্রতিমূর্হুতে।
পত্র-পত্রিকা, ম্যাগাজিন নাকি
মোদের প্রিন্ট মিডিয়া?
টেলিভিশন-অনলাইন আবার জনপ্রিয়
আকর্ষণীয় ইলেক্ট্রিক মিডিয়া।
কেউবা চলে
সত্যের পথে কেউবা নতুন
সময়ে,
কেউবা চলে আগামীর পথে
কেউবা নতুন দিগন্তে ।
বিশ্বের কিংবা
গুণীজনের কথা
গাইতে ইচ্ছুক সকলে,
উপকূল কিংবা গ্রামবাসীর কথা
বলে গুটি কয়েকে।
সংবাদকর্মীরা
ছুটে চলে
বিশ্বের নানা প্রান্ততে, যুদ্ধ
ক্ষেত্রের মতো জীবন চলে
প্রতিদিন ও রাতেতে ।
সবার জন্য যুদ্ধ করে
ঘুম নেই যাদের ভাই,
আজকে কেন সোনার বাংলায়
তাদের স্বাধীনতা নাই।
সাগর-রুনির মতো
ব্যাক্তি কি মোদের
শ্রদ্ধার পাত্র নই, তাদের হত্যা করে
কেন গনতন্ত্র
ধ্বংসের পথ বেচে নাও ?
সত্য কথা বললে কেন
তাদের জীবন ধ্বংস হয়,
সমাজ গঠনে তাদের ভূমিকা
সবার চেয়ে বেশি তাই ?
রচনাকাল : জানুয়ারি ২০১৬
