স্বরূপকাঠিতে মাদক, যৌতুক ও বাল্য বিবাহ রোধ শীর্ষক সভা
- ০০:৪৮
- উপকূল আজ, উপকূল সংবাদ, ঘটনাপ্রবাহ, নারী ও শিশু, পিরোজপুর জেলা, মধ্য-উপকূল, শীর্ষ সংবাদ, সভা-সেমিনার-কর্মশালা
- ৩৭২
স্বরূপকাঠি (পিরোজপুর) : স্বরূপকাঠিতে মাদক নিয়ন্ত্রন, যৌতুক নিরোধ ও বাল্য বিবাহ রোধ শীর্ষক মতবিনিময় সভা বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক একেএম শামিমুল হক সিদ্দিকী।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল কালাম তালুকদারের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, ভাইস চেয়ারম্যান মো. লাভলু আহমেদ, ওসি মো. মনিরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জাহীদ হোসেন, ইউপি চেয়ারম্যান শাহীন আহমেদ, সাংবাদিক মো. নজরুল ইসলাম, প্রধান শিক্ষক মো. শহীদ চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক বিধান চন্দ্র মৈত্র, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী সাইফুদ্দিন ওয়ালিদ, ইমাম সমিতির সভাপতি মাওলানা আজম অহিদুল আলম, বিবাহ রেজিষ্ট্রার মাওলানা আব্দুস সালাম, সমাজসেবী শান্তাা সুতার, ছাত্র মো জুয়েল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল।
//মো. হালিমুর রহমান শাহিন/ উপকূল বাংলাদেশ/স্বরূপকাঠি-পিরোজপুর/২৬১১২০১৫//
