স্বরূপকাঠিতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে আহত ১২
- ২২:৩৯
- উপকূল আজ, উপকূল সংবাদ, পিরোজপুর জেলা, মধ্য-উপকূল, সর্বশেষ
- ১২৩
মো. হালিমুর রহমান শাহিন, স্বরূপকাঠি Θ পিরোজপুরের স্বরূপকাঠিতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী পালনকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুৃপের সংঘর্র্ষে উভয় পক্ষের ১০/১২ জন আহত হয়েছে।
আহতরা হলো উপজেলা যুবদলের যুৃগ্ম আহ্বায়ক অহিদুৃজ্জামান মানিক (৪৮), হুৃমায়ুৃন (৪৫), হাফিজুৃল (২০), দুলাল (২০), ইদ্রিস (৪২), আতিক (২৬) আব্দুল্লাহ (১৭)।
শুক্রবার (৩০ মে) দিবসটি পালনে উপজেলা বিএনপির আহবায়ক মো. ফকরুল আলমের নেতৃত্বে এক গ্রুপ এবং উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা চেয়ারম্যান মো.ওয়াহিদুৃজ্জামান ওয়াহিদ ও পৌর মেয়র মো.শফিকুৃল ইসলাম ফরিদের নেতৃত্বে অপর গ্রুপ আলাদা আলাদা ভাবে পৌর শহরে শোক র্যালী বের করে। উপজেলা চেয়ারম্যান ও মেয়র গ্রুপের শোক র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ করে।
সমাবেশে শেষ দোয়া মোনাজাত শুরু হলে ফকরুল গ্রুপের মিছিলটি ওই অনুৃষ্ঠান স্থান অতিক্রমকালে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ১০/১২ জন আহত হয়।এদের মধ্যে হুৃমায়ুৃন (৪৫), হাফিজুৃল (২০), দুলাল (২০), ইদ্রিস (৪২), আতিক (২৬) আব্দুল্লাহ (১৭) ) উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসাধীন ।
//মো.হালিমুর রহমান শাহিন/উপকূল বাংলাদেশ/স্বরূপকাঠি-পিরোজপুর/৩০০৫২০১৪//
