কাউখালীতে মহিলা পরিষদের প্রাক বাজেট আলোচনা
- ২২:৫৪
- উপকূল আজ, উপকূল সংবাদ, পিরোজপুর জেলা, মধ্য-উপকূল, সর্বশেষ
- ১৩০
প্রতিবেদন উপকূল বাংলাদেশ, কাউখালী Θ পিরোজপুরের কাউখালীতে মহিলা পরিষদ কাউখালী শাখার উদ্যোগে প্রাক বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ মে) মহিলা পরিষদের নিজস্ব কার্যালয়ে আসন্ন জাতীয় বাজেটে (২০১৪-১৫) নারী-পুরুষের সমতার লক্ষ্যে প্রাক বাজেট বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সহ সভাপতি আলো রানী রায় এর সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন জয়কুল কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রতন কুমার ঘোষ, ডিগ্রী মহিলা কলেজের প্রভাষক জগদিশ চন্দ্র কুন্ডু, প্যানেল আইনজীবী কমল কৃষ্ণ মুখারজী, আইনজীবি শেখর চন্দ্র দে, প্রমুখ।
সভায় শুভেচ্ছা বক্তব্য ও লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সম্পাদক সুনন্দা সমদ্দার। সভা পরিচালনা করেন সংগঠনের আন্দোলন সম্পাদক মুকুল বেগম।
//রবিউল হাসান রবিন /উপকূল বাংলাদেশ/কাউখালী-পিরোজপুর/২৬০৫২০১৪//

রফিকুল ইসলাম মন্টু
উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।পাঠকের মন্তব্য