টেংরাগিরি সংরক্ষিত বন পর্যবেক্ষন করলো বরগুনার লাউপাড়া স্কুলের পড়ুয়ারা
- ০১:০৯
- আলোকযাত্রা, উপকূল আজ, উপকূল সংবাদ, বরগুনা জেলা, মধ্য-উপকূল, সবুজ উপকূল, সবুজ উপকূল ২০১৭, সর্বশেষ
- ৪৪৬
বরগুনা, ১২ অক্টোবর: বরগুনা তালতলী টেংরাগিরি বন পর্যবেক্ষন করেছে তালতলী লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ের অালোকযাত্রা দলের সদস্যরা। সবুজ উপকূল ২০১৭ কর্মসূচির আওতায় ১২ অক্টোবর দলের সদস্যরা বরগুনা জেলার তালতলী টেংরাগিরি সংরক্ষিত বন পর্যবেক্ষন করেন।
পর্যবেক্ষণ দলের সদস্যরা বনের সমস্যা বিষয়ে তথ্য সংগ্রহের পর নিকটবর্তী মৎস্যপল্লীতে জেলেদের খোঁজখবর নেন। টিমের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, তারা বন ও মানুষের সাথে কথা বলে এই বনের বিভিন্ন সমস্যা কথা জানতে পেরেছে।
টিমের সদস্য মোসাঃ তন্নী অাক্তার বলেন, আমরা বনের বিতর প্রাকৃতিক সৌন্দর্য্য এবং বনের গাছপালা সংগ্রহ ও বিভিন্ন গাছের সম্পর্কে জানতে পেরেছি। এখানে এসে অামরা অনেক কিছু জানতে পারি। আমরা এখানের বিভিন্ন গাছের সম্পর্কে জানতাম না। বন সংরক্ষণ সম্পর্কে আমাদের কী ভূমিকা অাছে, সে সম্পর্কে জানতে পারলাম। এখানে মৎসজীবীদের সাথে কথা বলে তাদের বর্তমান জীবন সম্পর্কে জানতে পারলাম। তাদের সাথে কথা বলে জানা যায়, এখানে সব পরিবার মাছধরার ওপর নির্ভরশীল। তাদের এক দিন মাছ না পেলে সংসার চলেন না। তাদের জীবনের সম্পর্কে অনেক না জানা তথ্য জানতে পারি।
এসময় ছাত্র-ছাত্রীরা দাবি করেন, যদি মাসে একবার হলেও ছাত্র-ছাত্রীদের নিয়ে বিভিন্ন স্থানে নিয়ে এভাবে শেখার সুযোগ দেওয়া হয়, তা হলে তাহলে আমরা পরিবেশ সম্পর্কে অনেক কিছু জানতে পারব।
পরিবেশ পর্যবেক্ষণ দলে উপস্থিত ছিলেন লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মোঃ মিন্টু (বিএসসি), নিউজ২৪ এর বরগুনা প্রতিনিধি সুমন সিকদার, বরগুনা অালোকযাত্রা টিমের সদস্য মোঃ জাহিদ হাওলাদার, মহিউদ্দীন অপু, মোঃ মহিবুল্লাহ, অভি রায়।
