পাইকগাছা আলোকযাত্রা দল পালন করলো বিশ্ব জাদুঘর দিবস
- ১৭:১০
- আলোকযাত্রা, উপকূল আজ, উপকূল সংবাদ, খুলনা জেলা, ঘটনাপ্রবাহ, জাতীয়-উপকূল, জীবনধারা, পশ্চিম-উপকূল, শিক্ষাদীক্ষা, শীর্ষ সংবাদ, সর্বশেষ
- ৪৭৫
পাইকগাছা, খুলনা: পাইকগাছা আলোকযাত্রা দলের উদ্যোগে বিশ্ব জাদুঘর দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে ১৮ মে বুধবার নতুন বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোকযাত্রা দলের দলনেতা শান্তনু ভদ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন জয়শ্রী রায়, কাজী রিয়া ইসলাম, আরজু সুলতানা, তুলি বিশ্বাস, ঝর্ণা খাতুন প্রমুখ। কর্মসূচি পালনে সহায়তা করেন স্থানীয় সিনিয়র সাংবাদিক ও এসডাব্লিউ নিউজের সম্পাদক প্রকাশ ঘোষ বিধান।

রফিকুল ইসলাম মন্টু
উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।পাঠকের মন্তব্য