এ প্লাস পেয়েছে শাহপরীর দ্বীপের বেলাভূমি’র খুদে সম্পাদক আতিক
- ১১:১০
- উপকূল আজ, উপকূল সংবাদ, কক্সবাজার জেলা, ঘটনাপ্রবাহ, জীবনধারা, পূর্ব-উপকূল, শিক্ষাদীক্ষা, শীর্ষ সংবাদ, সর্বশেষ, সুসংবাদ
- ৪৮১
শাহপরীর দ্বীপ, টেকনাফ : সদ্য প্রকাশিত এসএসসির ফলাফলে শাহ পরীর দ্বীপ হাজি বশির আহম্মদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র আতিকুর রহমান এ প্লাস পেয়েছে। সে শাহ পরীর দ্বীপ মাঝের ডেইল এলাকার বাসিন্দা মোহাম্মদ ইদ্রীস ও জয়নাব বিবির কনিষ্ট ছেলে। এর আগে ৫ম ও ৮ম শ্রেনীতেও ভাল ফলাফল লাভ করে।
আতিক উপকূল জুড়ে বাস্তবায়িত সবুজ উপকূল কর্মসূচির আওতায় একঝাঁক খুদে সম্পাদকের আত্মপ্রকাশ ঘটেছিল। ওই খুদে সম্পাদকের মধ্যে টেকনাফ শাহ পরীর দ্বীপ হাজি বশির আহম্মদ উচ্চ বিদ্যালয়ে দেয়াল পত্রিকা বেলাভূমি’র সম্পাদকের দায়িত্ব পালন করেছে আতিকুর রহমান।
এছাড়াও সবুজ উপকূল ২০১৬ অনুষ্ঠানে সৃজনশীল প্রতিযোগিতায় অংশ নিয়ে রচনা লিখন ও সংবাদ লিখনে প্রথম পুরূষ্কার পেয়েছিলেন আতিকুর রহমান।
তার কৃতিত্বপূর্ণ ফলাফলের পেছনে শিক্ষক, মা-বাবার অনুপ্রেরণা ছিল।এ জন্য মেধাবী ছাত্র আতিকুর রহমান সবার কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতে ডাক্তার হতে সে সবার কাছে দোয়া চেয়েছে।
//প্রতিবেদন/০৫০৫২০১৭//
