সবুজ উপকূল ২০১৬, মহেশখালীতে পড়ুয়াদের পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- ২০:২১
- উপকূল আজ, উপকূল সংবাদ, কক্সবাজার জেলা, জাতীয়-উপকূল, জীবনধারা, পরিবেশ প্রতিবেশ, পূর্ব-উপকূল, শিক্ষাদীক্ষা, সবুজ উপকূল ২০১৬, সর্বশেষ
- ২৩৯
মহেশখালী, কক্সবাজার, ৬ অক্টোবর ২০১৬ : স্কুল-পড়ুয়া ছেলেমেয়েদের সবুজ সুরক্ষার আহবানের মধ্যদিয়ে উপকূলীয় জেলা কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সবুজ উপকূল ২০১৬’ কর্মসূচি। বৃহস্পতিবার (৬ অক্টোবর) এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন প্রতিযোগিতায় লিখে-এঁকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পুরস্কার পায়।
অনুষ্ঠানমালার আওতায় ছিল আলোচনা সভা, গাছের চারা রোপণ, পুরস্কার বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ ও দেয়াল পত্রিকা প্রকাশ। কর্মসূচি উপলক্ষে প্রকাশিত দেয়াল পত্রিকা ‘বেলাভূমি’তে চারপাশের পরিবেশ বিষয়ে শিক্ষার্থীদের লেখা প্রকাশিত হয়। উপকূলের শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বাড়ানো, লেখালেখি চর্চার মাধ্যমে তথ্যে প্রবেশাধিকারসহ জীবন দক্ষতা বাড়িয়ে তোলা এই কর্মসূচির অন্যতম লক্ষ্য।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ ও সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা ঘটে। আর বিদ্যালয়ের পড়ুয়াদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে। অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবর্গ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং শিক্ষা উপকরণ বিতরণ করেন। বিদ্যালয়ের চারপাশে কয়েকটি গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল কালাম। সভাপতিত্ব করেন বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্জ আনোয়ার পাশা চৌধুরী।
বক্তব্য দেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ বাবুল চন্দ্র বণিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), ভিবিষণ কান্তি দাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলুল করিম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কক্সবাজার শাখার ফার্স্ট এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এন্ড ম্যানেজার (অপরাশেন) মো. হারুন আর রশিদ, কুতুবজোম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন, বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ূন কবির আজাদ।
শুরুতে সূচনা বক্তব্য দেন সবুজ উপকূল ২০১৬ কর্মসূচির স্থানীয় বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও ভোরের কাগজ প্রতিনিধি এম বশির উল্লাহ। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য তুলে ধরে বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর আছমাউল হুসনা তাছিকা এবং পানিরছড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এফ এম সাঈদ। পড়ুয়াদের বক্তব্যের পরে কর্মসূচির প্রেক্ষাপট তুলে ধরেন উপকূল সাংবাদিক ও সবুজ উপকূল কর্মসূচির উদ্যোক্তা রফিকুল ইসলাম মন্টু।
সবুজ উপকূল ২০১৬ কর্মসূচির আওতায় ৯ম-১০ম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত ‘চারপাশের পরিবেশ সমস্যা ও উত্তরণের উপায়’ বিষয়ে রচনা লিখন প্রতিযোগিতায় ১ম হয়েছে বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছৈয়দা আক্তার রিনা, ২য় হয়েছে একই বিদ্যালয়ের দশম শ্রেণীর উমায়মা সায়মা, ৩য় হয়েছে আছমাউল হুসনা তাছিকা। একই শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত ‘উপকূল’ বিষয়ে কবিতা/ছড়া প্রতিযোগিতায় ১ম হয়েছে বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর তাসনিম আয়মান নিশাত, ২য় হয়েছে একই বিদ্যালয়ের নবম শ্রেণীর তাহিয়া তাসনীম, ৩য় হয়েছে একই বিদ্যালয়ের দশম শ্রেণীর নওশীন নওয়াল নিশাত।
কর্মসূচির আওতায় ৬ষ্ঠ-৮ম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত ‘সবুজ উপকূল সুরক্ষায় আমিও অংশীদার’ বিষয়ে বন্ধুর কাছে পত্র লিখন প্রতিযোগিতায় ১ম হয়েছে বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর তাহিরা সুলতানা সাবিত, ২য় হয়েছে পানিরছড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর সপ্না সিদ্দিকী, ৩য় হয়েছে বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর সাজিয়া ইফরাত রাফি। একই শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত ‘আমার স্ব্েপ্নর সবুজ উপকূল’ বিষয়ে ছবি আঁকা প্রতিযোগিতায় ১ম হয়েছে বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ফরিদা ইয়াসমিন কলি, ২য় হয়েছে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর তাহরিকা আক্তার, ৩য় হয়েছে পানিরছড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর নাঈমা মনি।
৬ষ্ঠ-১০ম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত চারপাশের যেকোন বিষয় নিয়ে সংবাদ লিখন প্রতিযোগিতায় ১ম হয়েছে বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর সাবরিনা সোলতানা শায়লা, ২য় হয়েছে একই বিদ্যালয়ের সায়মা জাহান মুমু, ৩য় হয়েছে পানিরছড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এফ এম সাঈদ।
অনুষ্ঠানে মেধার বিচারে বিদ্যালয়ের দশজন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ হিসাবে স্কুল ব্যাগ দেয়া হয়। এরা হলো, বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর নাজমা আক্তার, সপ্তম শ্রেণীর শওকত আরা, সপ্তম শ্রেণীর মিনু আরা আক্তার পপি, অষ্টম শ্রেণীর ফরিদা ইয়াছমিন কলি, অষ্টম শ্রেণীর লক্ষ্মী প্রভা দে, নবম শ্রেণীর অপি শর্মা, দশম শ্রেণীর আফ্রিনা মোছাম্মাৎ শান্তমনি, দশম শ্রেণীর আফ্রিনা হোসেন রুবি, পানিরছড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর মামুনুর রশিদ এবং ষষ্ঠ শ্রেণীর সপ্না সিদ্দিকী।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এই কর্মসূচির আয়োজন করেছে উপকূল বাংলাদেশ। এতে মিডিয়া পার্টনার হিসাবে ছিল একুশে টেলিভিশন, দৈনিক ইত্তেফাক, ফিনান্সিয়াল এক্সপ্রেস, রেডিও ভূমি ও বাংলানিউজটোয়েন্টিফোর ডটকম। আইটি পার্টনার ছিল আইটি প্রতিষ্ঠান ডটসিলিকন। আয়োজনে সহযোগিতা করেছে স্কুল পড়ুয়াদের লেখালেখির সংগঠণ আলোকযাত্রা।
কর্মসূচিতে স্কুল-কলেজ পড়ুয়াদের পরিবেশ সচেতনতার পাশাপাশি সৃজনশীল মেধা বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে পড়ুয়ারা লেখালেখির মাধ্যমে নিজেদের ভাবনা প্রকাশ করে।
গত বছর সবুজ উপকূল ২০১৫ কর্মসূচির সফল সমাপ্তির ধারাবাহিকতায় এবার সবুজ উপকূল ২০১৬ কর্মসূচির যাত্রা শুরু হয়। এবার কর্মসূচির আওতায় এসেছে উপকূলের ১৪ জেলার ২৫টি উপজেলা। ২৬টি স্থানের ১১৬টি স্কুলের প্রায় ৮০ হাজার শিক্ষার্থী এই কর্মসূচিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ নিচ্ছে।
এবার স্কুল-ভিত্তিক কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে ভোলার সদর, তজুমদ্দিন, মনপুরা, বরিশালের মেহেন্দিগঞ্জ, পটুয়াখালীর গলাচিপা ও কলাপাড়া, বরগুনার বেতাগী, ঝালকাঠির কাঁঠালিয়া, পিরোজপুরের মঠবাড়িয়া, বাগেরহাটের সদর, শরণখোলা, মোড়েলগঞ্জ, সাতক্ষীরার তালা, শ্যামনগর, খুলনার কয়রা, পাইকগাছা, লক্ষ্মীপুরের কমলনগরের তোরাবগঞ্জ, হাজীরহাট, নোয়াখালীর হাতিয়া, সুবর্ণচর, ফেনীর সোনাগাজী, চট্টগ্রামের সন্দ্বীপ, বাঁশখালী, এবং কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী ও টেকনাফ।
//প্রতিবেদন/উপকূল বাংলাদেশ/০৬১০২০১৬//
