কাউখালী ইউনিয়ন পরিষদে আ.লীগের চুড়ান্ত মনোনয়ন পেলেন আমিনুর রশীদ মিলটন
- ০১:২৪
- উপকূল আজ, উপকূল সংবাদ, পিরোজপুর জেলা, মধ্য-উপকূল, সর্বশেষ
- ২৫৯
কাউখালী (পিরোজপুর) : আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থীর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন কে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ইউনিয়ন পরিষদ নির্বাচন মনোনয়ন বোর্ড গত দুই দিন বৈঠক করে দলের চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করেছে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে আরও ১৪৪টি ইউনিয়ন পরিষদে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে ক্ষমতাসীনরা।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
এতে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন কাউখালী সদর ইউনিয়নের জনপ্রিয় বর্তমান ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন।
এছাড়া কাউখালী সয়না-রঘুনাথপুর ইউনিয়নে কাজী রফিকুল ইসলাম, আমরাজুড়ি ইউনিয়নে ভানু প্রতাাপ দে, চিরাপাড়া-পার সাতুরিয়া ইউনিয়নে মাহমুদ খান খোকন, শিয়ালকাঠি ইউনিয়নে মোঃ দেলোয়ার হোসেন সিকদার।
//রবিউল হাসান রবিন/ উপকূল বাংলাদেশ/কাউখালী-পিরোজপুর/১৯০২২০১৬//
