চরফ্যাশনে চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের স্মরণ সভা
- ০০:৪০
- উপকূল আজ, উপকূল সংবাদ, গণমাধ্যম, ঘটনাপ্রবাহ, জাতীয়-উপকূল, পথপ্রদর্শক, ভোলা জেলা, মধ্য-উপকূল, শীর্ষ সংবাদ, শেকড়ের সন্ধান, স্মৃতির পাতায়
- ২০৪
চরফ্যাসন (ভোলা) : চরফ্যাশনে চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাব সভাপতি হাসেম মহাজনের সভাপতিত্বে প্র্রেসক্লাব মিলিনায়তনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় প্রেসক্লাব সাধারন সম্পাদক মনির আহমেদ শুভ্র, সহসভাপতি ইয়াছিন আরাফাত, যুগ্ম সম্পাদক জামাল মোল্লা, ধর্ম বিষয়ক সম্পাদক মাইন উদ্দিন জমাদার আলোচনায় অংশ নেন।
দোয়া মুনাজাত পরিচালনা করেন যুগ্ম সম্পাদক আল হাজ্জ কামাল মিয়াজী।
সভায় সংবাদকর্মীদের চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের আদর্শ অনুসরণের আহবান জানান হয়।
প্রসঙ্গত, চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিন ১৯৯৫ সালের ২৯ ডিসেম্বর ফেরির ছাদ থেকে যমুনা নদীতে পড়ে প্রাণ হারান। স্থানীয় সাংবাদিক সংগঠণের সহায়তায় এ বছর থেকে উপকূল জুড়ে এই দিনটি পালনের উদ্যোগ নিয়েছে কোস্টাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি। এবার উপকূলের ৩০ স্থানে দিবসটি পালিত হচ্ছে।
//প্রতিবেদক উপকূল বাংলাদেশ/চরফ্যাসন-ভোলা/০৩০১২০১৬//
