শরণখোলায় চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের মৃত্যুবার্ষিকী পালিত
- ২০:৪৭
- উপকূল আজ, উপকূল সংবাদ, গণমাধ্যম, ঘটনাপ্রবাহ, জাতীয়-উপকূল, পথপ্রদর্শক, পশ্চিম-উপকূল, বাগেরহাট জেলা, শীর্ষ সংবাদ, শেকড়ের সন্ধান, স্মৃতির পাতায়
- ২৮৪
শরণখোলা (বাগেরহাট) : গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে বাগেরহাটের শরণখোলায়।
এ উপলক্ষে ২৯ ডিসেম্বর শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটনের সভািপতিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ।
বক্তব্য দেন প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুর রাজ্জাক তালুকদার, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা শেখ মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম প্রমূখ।
প্রেসক্লাব আয়োজিত এ কর্মসূচি পালনে সহায়তা করে কোস্টাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি।
প্রসঙ্গত, চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিন ১৯৯৫ সালের ২৯ ডিসেম্বর ফেরির ছাদ থেকে যমুনা নদীতে পড়ে প্রাণ হারান। স্থানীয় সাংবাদিক সংগঠণের সহায়তায় এ বছর থেকে উপকূল জুড়ে এই দিনটি পালনের উদ্যোগ নিয়েছে কোস্টাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি। এবার উপকূলের ৩০ স্থানে দিবসটি পালিত হচ্ছে।
//প্রতিবেদন উপকূল বাংলাদেশ/শরণখোলা-বাগেরহাট/০১০১২০১৬//
