কাউখালীতে মেধাবী চার শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হল
- ২৩:৩৫
- উপকূল আজ, উপকূল সংবাদ, ঘটনাপ্রবাহ, জীবনধারা, তারুণ্য ও ক্যাম্পাস, পিরোজপুর জেলা, মধ্য-উপকূল, শিক্ষাদীক্ষা, শীর্ষ সংবাদ
- ৩৫১
কাউখালী (পিরোজপুর) : পিরোজপুরের কাউখালীতে এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তিতে সুযোগ পাওয়া চার মেধাবী শিক্ষার্থী সংর্বধিত করা হয়।
স্থানীয় প্রতিবন্ধী স্কুলের উদ্যোগে স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী আঃ লতিফ খসরু উদ্যোগে মঙ্গলবার (২৫ অক্টোবর) প্রতিবন্ধী স্কুলের চত্বরে এ সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে সংর্বধিত শিক্ষার্থীরা হলো, কাউখালী উপজেলার কেউন্দিয়া গ্রামের রিক্সা চালক ইমাম হোসেনের ছেলে মেহেদী হাসান, উজিয়াল খান গ্রামের সয়না রঘুনাথপুর ইজি এস, শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক তপন চক্রবর্তীর ছেলে শুভ চক্রবর্তী, নওপাড়া ডিএসএসআই ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হক তালুকদারের ছেলে মোঃ শামছুল হুদা, কচুয়াকাঠী গ্রামের ছরোয়ার হোসেনের ছেলে সালমান হুদা। এ মেধাবী শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা জানানো হয়। শিক্ষার্থীদের হাতে মুক্তিযুদ্ধের বই তুলে দেন উদ্যোক্তা আঃ লতিফ খসরু।
প্রতিন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা আঃ লতিফ খসরুরর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, কাউখালী মহাবিদ্যালয়ের ইংরেজী প্রভাষক মোঃ মনিরুল ইসলাম, অভিভাবক তপন চক্রবর্তী, আব্দুল হক তালুকদার, ইউপি সদস্য নেপাল চন্দ্র দে, শিক্ষার্থী শুভ চক্রবর্তী।
//রবিউল হাসান রবিন/উপকূল বাংলাদেশ/কাউখালী-পিরোজপুর/২৭১০২০১৫//
