সাক্ষরতা দিবসে শরণখোলায় র্যালি ও আলোচনা সভা
- ১৯:১৯
- উপকূল আজ, উপকূল সংবাদ, ঘটনাপ্রবাহ, জীবনধারা, পশ্চিম-উপকূল, বাগেরহাট জেলা, শিক্ষাদীক্ষা, শীর্ষ সংবাদ
- ২২৮
শরণখোলা (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“সাক্ষরতা আর দক্ষতা, টেকসই সমাজের মূল কথা” এ প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উন্নয়ন সংস্থা ঢাকা আহসানিয়া মিশন, এডিডি ও কারিতাসের আয়োজনে অনুষ্ঠিত র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মুশতাক আহমেদ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান পাইক, প্রধান শিক্ষক সাইয়েদুর রহমান, আহসানিয় মিশনের উপজেলা ব্যবস্থাপক হাফিজুর রহমান, টেকনিক্যাল অফিসার বিশ্বতোষ তরুয়া, এডিডির মোশারেফ হোসেন, কারিতাসের রথিয়া রাজাপুর শিশু শিক্ষা কেন্দ্রের সভাপতি মো. নজরুল ইলাম, আরআরএফ এর কর্মকর্তা লনি বিশ্বাস, লাইট হাউস প্রকল্পের সুপারভাইজার স্বাগতম বৈরাগী, গ্রামীণ শক্তির আশরাফলি আলম, শিক্ষিকা জয়ন্তী রাণী প্রমূখ।
//শেখ মোহাম্মদ আলী/উপকূল বাংলাদেশ/শরণখোলা-বাগেরহাট/০৮০৯২০১৫//
