মোড়েলগঞ্জ উপজেলা পরিষদে নারী আসনে জয়ী সেলিনা
- ০০:৩৩
- উপকূল আজ, উপকূল সংবাদ, ঘটনাপ্রবাহ, নারী ও শিশু, পশ্চিম-উপকূল, প্রান্তের রাজনীতি, বাগেরহাট জেলা, বিশেষ বিভাগ, শীর্ষ সংবাদ
- ২৮২
মোড়েলগঞ্জ (বাগেরহাট) : বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা পরিষদের সংরক্ষিত নারী আসনগুলোর মধ্যে মঙ্গলবার (২৫ আগস্ট) ৪নং আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
তেলিগাতী, পুটিখালী ও দৈবজ্ঞহাটি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে সেলিনা বেগম বিজয়ী হয়েছেন। তিনি হরিণ প্রতীক নিয়ে ২৭ভোট পেয়েছেন। তার অপর দুই প্রতিদ্বন্দ্বী পুটিখালীর মর্জিনা বেগম মোরগ প্রতীকে ১৪ ভোট ও দৈবজ্ঞহাটির মর্জিনা বেগম চাঁদ প্রতীকে পেয়েছেন ২ ভোট।
উপজেলা অফিসার্স ক্লাবে এই ভোট গ্রহন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান ভোট গ্রহন শেষে দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষনা করেন।
//রাজীব আহ্সান রাজু/ উপকূল বাংলাদেশ/মোড়েলগঞ্জ-বাগেরহাট/২৫০৮২০১৫//

রফিকুল ইসলাম মন্টু
উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।পাঠকের মন্তব্য