মোড়েলগঞ্জে নেশাখোর পুত্রকে কারাগারে পাঠালেন পিতা
- ০১:২৪
- উপকূল আজ, উপকূল সংবাদ, ঘটনাপ্রবাহ, দুর্ঘটনা ও অপরাধ, পশ্চিম-উপকূল, বাগেরহাট জেলা, শীর্ষ সংবাদ
- ২৫৯
মোড়েলগঞ্জ (বাগেরহাট) : বাগেরহাটের মোড়েলগঞ্জে মিরাজ শেখ (২৮) ও রুবেল হাওলাদার (২১) নামে দুই যুবককে সোমবার (১৭ আগস্ট) মাদক ব্যবসার অভিযোগে ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বারইখালী গ্রামের হেমায়েত শেখের অভিযোগের প্রেক্ষিতে তার ছেলে মিরাজকে সোমবার (১৭ আগস্ট) দুপুরে ফেরিঘাট থেকে আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হালিম। পরে জনসমক্ষে তার দেহ তল্লাশী করে ২ পিচ ইয়াবা ও ৩০ গ্রাম ওজনের ১ পোটলা গাঁজা পান ইউএনও। এ সময় মোবাইলকোর্ট বসিয়ে ওই যুবককে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়ে পুলিশে সোপর্দ করেন তিনি।
একই দিনে মোবাইলকোর্ট সানকিভাঙ্গা গ্রামের আলতাফ হাওলাদারের ছেলে রুবেল(২১) কে মাদক ব্যবসার অভিযোগে ৬ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছেন। থানা পুলিশ তাকে হাসপাতাল এলাকা থেকে গাঁজাসহ আটক করে।
//রাজীব আহসান রাজু/উপকূল বাংলাদেশ/মোড়েলগঞ্জ-বাগেরহাট/১৭০৮২০১৫//
