স্বরূপকাঠির রফিকুল ইসলাম জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত
- ০১:১৫
- উপকূল আজ, উপকূল সংবাদ, ঘটনাপ্রবাহ, জীবনধারা, পিরোজপুর জেলা, মধ্য-উপকূল, শীর্ষ সংবাদ
- ২৮৩
স্বরূপকাঠি (পিরোজপুর) : প্রাথমিক শিক্ষা পদক ২০১৫ এ স্বরূপকাঠি উপজেলার রাহুতকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. রফিকুল ইসলাম পিরোজপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।৩ আগষ্ট জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক বাছাই জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এবং ৯ আগস্ট নির্বাচিত তালিকা প্রকাশিত হয়।
বাছাইকালে পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.মানিকহার রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল লতিফ মজুমদার, জেলা পিটিআই সুপার মোল্লা ফরিদ উদ্দিন ও সদর উপজেলা শিক্ষা অফিসার মো. জুয়েল আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
রফিক ২০০৬ সালে প্রাথমিক শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি উপজেলার সোহাগদল গ্রামের ব্যবসায়ী মো. আব্দুল লতিফ ও গৃহিনী মোসা. জাহানারা বেগমের মেঝ ছেলে।
//মো. হালিমুর রহমান শাহিন/ উপকূল বাংলাদেশ/স্বরূপকাঠি-পিরোজপুর/১৩০৮২০১৫//
