কাউখালীতে শিক্ষাবিদ মাহাবুবুর রহমানের কুলখানি ৭ আগস্ট শুক্রবার
- ০১:২১
- উপকূল আজ, উপকূল সংবাদ, পিরোজপুর জেলা, মধ্য-উপকূল, সর্বশেষ, স্মৃতির পাতায়
- ২৮০
কাউখালী (পিরোজপুর) : প্রাক্তন যোগাযোগ মন্ত্রী ও বানিজ্য সচিব, রাস্ট্রদূত এম, মতিউর রহমানের কনিষ্ঠপুত্র ব্যবসায়ী, শিক্ষাবিদ মাহবুবুর রহমান (মানি রহমান) (৫৪) গত ৩ আগষ্ট সোমবার যুক্তরাষ্ট্রের টেক্সাস শহরে এক সড়ক দুর্ঘটনায় মারা যান (ইন্নালিল্লাহে ………….. রাজিউন)। তিনি একছেলে এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
বুধবার (৫ আগস্ট) রাতে জানাজা শেষে দাফন করা হয়। মানি রহমানের কুলখানি শুক্রবার (৭ আগস্ট) বাদ জু’মা পিরোজপুরের কাউখালীর জয়কুল নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে এতে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।
//প্রতিবেদন উপকূল বাংলাদেশ/কাউখালী-পিরোজপুর/০৬০৮২০১৫//

রফিকুল ইসলাম মন্টু
উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।পাঠকের মন্তব্য