পাইকগাছায় আলোকযাত্রা দলের উদ্যোগে বিশ্ব বাবা দিবস পালিত
- ০০:২৯
- আলোকযাত্রা, উপকূল আজ, উপকূল সংবাদ, খুলনা জেলা, ঘটনাপ্রবাহ, পশ্চিম-উপকূল, শীর্ষ সংবাদ, সর্বশেষ
- ৩৪০
পাইকগাছা, খুলনা: পাইকগাছায় ‘আলোকযাত্রা’ দলের উদ্যোগে বিশ্ব বাবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপক্ষে রোববার সকালে উপজেলার নতুন বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন আলোকযাত্রা দলের সমন্বয়কারী সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।
বক্তব্য দেন, ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষার্থী জয়শ্রী রায়, শিক্ষার্থী আরজু সুলতানা, শ্রাবন্তী রায়, আয়শা সিদ্দিকী, তুলি বিশ্বাস, রুমি খাতুন, সুমাইয়া খাতুন, মহুয়া, সাদিয়া সুলতানা, নিশাত সুলতানা ও ময়ুরী ঘোষ।
অনুষ্ঠানে ‘‘অনুভূতিতে বাবা” শিরোনামে পত্র লিখন প্রতিযোগিতায় বিজয়ী আরজু সুলতানা, মহুয়া ও রুমি খাতুনকে পুরস্কার প্রদান করা হয়।
//প্রতিবেদন/১৮০৬২০১৭//

রফিকুল ইসলাম মন্টু
উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।পাঠকের মন্তব্য