আলোকযাত্রা পাইকগাছা দলের সদস্যদের লেখা নিয়ে সাহিত্য পত্রিকা কনকাঞ্জলি’র বিশেষ আয়োজন
- ১৭:৩২
- উপকূল আজ, উপকূল সংবাদ, খুলনা জেলা, জাতীয়-উপকূল, পশ্চিম-উপকূল, সর্বশেষ, সাহিত্য ও সংস্কৃতি
- ২৮৭
পাইকগাছা, খুলনা : পাইকগাছার সাহিত্য পত্রিকা কনকাঞ্জলি-তে স্থান পেলে আলোকযাত্রা পাইকগাছা দলের সদস্যদের লেখা। পত্রিকার চলতি সংখ্যায় আলোকযাত্রা দলের সদস্যদের লেখা নিয়ে বিশেষ আয়োজন রাখা হয়েছে। সম্প্রতি সাহিত্য পত্রিকা কনকাঞ্জলীর মোড়ক উন্মোচন করা হয়েছে। পত্রিকাটি প্রকাশ করেছে সপ্তদ্বীপা সাহিত্য পরিষদ।
মোড়ক উম্মোচন অনুষ্ঠানে আলোকযাত্রা দলের সদস্যদের মধ্যে জয়শ্রী রায়, শান্তনু ভদ্র, কাজী রিয়া ইসলাম, আরজু সুলতানা, ঝর্ণা খাতুন, তুলি বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন স্থানীয় সাংবাদিক ও এসডািব্লিউ নিউজের সম্পাদক প্রকাশ ঘোষ বিধান।

রফিকুল ইসলাম মন্টু
উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।পাঠকের মন্তব্য